• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অপরাধীদের নিয়ে জাতীয় ঐক্যের চেষ্টা বিএনপির: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫২

রাজাকার, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সকল অপরাধীদের নিয়ে একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে বিএনপি। এটা দেশের রাজনীতির ঐক্য না। সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। এটা রাজনীতির জন্য একটা অশনিসংকেত। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসেছি। যখন যুদ্ধাপরাধীসহ বিভিন্ন অপরাধীদের বিচার হচ্ছে। এরকম একটি প্রেক্ষাপটে বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনিসহ সকল অপরাধীদের নিয়ে একটা ঐক্য করার উদ্যোগ নিয়েছে। সুতরাং বিএনপির নেতৃত্বে দেশের সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে।

এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পমন্ত্রীকে বিদায় করার আহ্বান ইনুর
নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু
গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ডিবির
হাবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মইনুর 
X
Fresh