• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিজিবির জালে ২১ কোটি টাকার ইয়াবা

আরটিভি অনলাইন রিপোর্ট, টেকনাফ

  ২০ নভেম্বর ২০১৬, ১১:৩২

টেকনাফে আলুগুলা প্রজেক্টের নাফ নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৯১ হাজার ১০৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবা বহন করা নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি জওয়ানরা।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে আলুগুলা প্রজেক্টের নাফ নদীতে টেকনাফ বিওপির জওয়ানরা বিশেষ অভিযান চালায়। এ সময় তারা ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে একদল পাচারকারী নৌকা থেকে পালিয়ে কেওরা বনে ঢুকে যায়। তাই কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের সামনে তা ধ্বংস করা হবে।

উদ্ধার হওয়া ইয়াবার চালানটি টেকনাফ বিজিবির জব্দকৃত সবচেয়ে বড় চালান বলেও জানান তিনি।

এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh