• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৪

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফারুক হোসেন, রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ ও মোহাম্মদ আলী।

এছাড়া একই মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।

জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেয়া হল।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
X
Fresh