• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাস উল্টে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিহত, হাসপাতালে ২০

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ২০ নভেম্বর ২০১৬, ১০:১৬

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ব্র্যাক ব্যাংক কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের কমপক্ষে ২০ যাত্রী।

মহাসড়কের বিত্তিপাড়া নামক এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রশিদ আরটিভি অনলাইনকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা সোহেলী পরিবহনের বাসটি কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের কাছে হানিফ পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যাবার সময় ধাক্কা লাগে। এতে সেই বাসটি পুরোপুরি উল্টে যায়।

পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি মাগুরায়। তিনি ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক।

সাইদুরের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই হাসপাতালে আহত ২০ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh