• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আগুনে পুড়লো সেই খামারের ৩৩ বিঘা জমির আখ

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ১৯ নভেম্বর ২০১৬, ১৮:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আখ খামারে আগুন লেগে ৩৩ বিঘা জমির আখের ক্ষতি হয়েছে।

খামারের ডিজিএম আলমগীর হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে খামারের ফকিরগঞ্জে ১১ আই ব্লকের আখ খেতে এই আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারের ৩৩ বিঘা জমির আখের ক্ষতি হয়। আগুনের ব্যাপারে তদন্ত চলছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আখ চাষের জন্য ১৯৬২ সালে অধিগ্রহণ করে গড়ে তোলা হয় সাহেবগঞ্জ ইক্ষু খামার। সম্প্রতি ওই এলাকা থেকে চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করে। আর তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। এর দু’সপ্তাহের মাথায় ওই খামারের আখ ক্ষেতে আগুন লাগার ঘটনা ঘটলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh