• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৈরি আবহাওয়া

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর জেলা

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৩

বৈরি আবহাওয়ার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এতে যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা আছে ৩ শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের বিআইডব্লিউটিসি’র টিএস ফিরোজ আলম জানান, ভোর থেকে পদ্মা নদীতে হঠাৎ করে শুরু হয় ঘুর্ণিস্রোত। এতে বিঘ্ন ঘটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল। পরে এই বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে ২১টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে বাল্কহেড-স্পিডবোট চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো
পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত তিন ম্যাজিস্ট্রেটসহ ৯ 
X
Fresh