• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফটিকছড়িতে দখলদারদের হামলায় বনমালী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রামে

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভুজপুর থানার দাতমারা ইউনিয়নে গভীর বনে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় বন কর্মচারী আব্দুস সামাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দুপুরের দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বনবিভাগের হাসনাবাদ রেঞ্জের গভীর বনে এ ঘটনা ঘটে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি বায়েজ আলম।

বনবিভাগের ফটিকছড়ি রেঞ্জের কর্মকর্তা রেজাউল আরটিভি অনলাইনকে জানিয়েছেন আব্দুস সামাদ হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের বনমালী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের একদল কর্মকর্তা-কর্মচারী। এসময় দখলদাররা তাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে আব্দুস সামাদ মারা যান।

ভূজপুর থানার ওসি বায়েজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh