• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে গাইবান্ধায় মামা-ভাগনে নিহত

গাইবান্ধা প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে মামা ও ভাগনে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই স্কুলছাত্র। বুধবার সকাল সাতটার দিকে উপজেলার চিথুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নরোত্তম ঘোষ (২৫) ও তার ভাগনে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্যা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২)।

ভরতখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে বলেন, রংপুরের বড় দরগাহ এলাকায় নরোত্তম ও সজিবের বইয়ের দোকান আছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১৪ ঘর ভস্মীভূত
-------------------------------------------------------

সেখান থেকে সকালে তারা মোটরসাইকেলে করে গাইবান্ধা হয়ে সাঘাটা উপজেলার দক্ষিণ উল্যা গ্রামের বাড়ি যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি চিথুলিয়া এলাকায় পৌঁছলে সাঘাটার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মামা ও ভাগনে নিহত হন। এ দুর্ঘটনার সময় বাইসাইকেলে থাকা দুই স্কুলছাত্র আহত হন। তাদের মধ্যে একজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য মোজাম্মেল হক আরও জানান, দুর্ঘটনার পরপরেই ট্রাক্টরের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
X
Fresh