• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতালের অতিরিক্ত বিল দেখে সন্তান রেখে পালিয়ে গেলেন বাবা-মা

কুমিল্লা প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১

কুমিল্লার একটি হাসপাতালে বিলের চাপে চিকিৎসাধীন শিশু সন্তানকে হাসপাতালে রেখেই পালিয়ে গেছেন বাবা-মা।

এদিকে এই ঘটনায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফেলে যাওয়া শিশুটির রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছেন তারা। দুই লক্ষাধিক বিল আদায় করাতো দূরের কথা, এখন শিশুটিকে নিয়ে তারা কি করবেন তাই ভেবে পাচ্ছেন না। এদিকে এই ঘটনা জানার পর বাচ্চাটির চিকিৎসার ব্যয়ভার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বহন করা হবে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ।

জানা যায়, গেল ১৮ আগস্ট চাঁদপুরের শাহ আলম ও রোকেয়া দম্পতি অপরিণত ও অপেক্ষাকৃত কম ওজনের সন্তানকে বাঁচাতে কুমিল্লায় নিয়ে আসেন।

চিকিৎসার জন্য সন্তানকে ভর্তি করান নগরীর ঝাউতলার সিভিক স্কয়ারের মা ও শিশু স্পেশালাইজড হসপিটালে। ছয় দিন পর তাদের হাতে বিল হিসেবে তুলে দেয়া হয় দুই লাখ টাকার রশিদ। আর এই বিল দেখেই সন্তানকে রেখে ফেলে পালিয়ে যান বাবা-মা। বিষয়টি এখন গড়িয়েছে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন পর্যন্ত।