• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

রংপুর প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৩

রংপুর শহরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন মহিলা এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি মোখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামের রোকসানা বেগম ও নীলফামারীর সৈয়দপুরের আজমুন বেগম। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসির জানিয়েছেন, আহতদের বেশির ভাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে অনেকের হাত পা ভেঙে গেছে।

আহত যাত্রী জোবায়ের জানান, তিনি রংপুর মেডিকেল মোড়ে বিআরটিসি বাসে উঠে পঞ্চগড়ে যাচ্ছিলেন ড্রাইভার দ্রুত বেগে গাড়ি চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

কোতয়ালী থানার ওসি মোখতারুল ইসলাম জানান, দুটি বাসকেই আটক করা হয়েছে তবে ড্রাইভার আর হেলপারকে আটক করা যায়নি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh