• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে আগুনে পুড়ল তিন লবণ কারখানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ আগস্ট ২০১৮, ২০:৪১

চট্টগ্রাম মহানগরের মাঝিরঘাটে আগুনে তিন লবণ কারখানা পুড়ে গেছে। কারখানাগুলো হল, সুমন সল্ট, সি সল্ট ও তানভীর সল্ট।পাশাপাশি জননী সল্ট নামের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার বিকেলে মাঝিরঘাট স্ট্রান্ড রোডের নারিকেল তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের আগ্রবাদ, বন্দর, নন্দন কানন ও চন্দনপুরার ১১টি ইউনিট সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

এর আগে গত ২ মার্চ একই এলাকায় আগুন লেগে তিনটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানা পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে তৈয়বিয়া সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজ, ইছা মুছা সল্ট ক্র্যাশিং ও ডলফিন সল্ট ক্র্যাশিং।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
X
Fresh