• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফিফার মৃত্যুর ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ০৯:৪১

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আফিফার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানায় তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন তিনি। মামলার আসামিরা হলেন বাসের চালক ও দুইজন হেলপার।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে বলে জানান ওসি।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি বলেন, আইনের ধারা না থাকায় মামলাটি হত্যা মামলা হিসেবে নেয়া সম্ভব হয়নি।
-------------------------------------------------------
আরও পড়ুন : নিহত শিশু আকিফার বাড়িতে চলছে শোকের মাতম
-------------------------------------------------------

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় আফিফাকে কোলে নিয়ে তার মা রিনা রাস্তা পার হচ্ছিলেন। তখন বাসের ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে। ওই বাসটি সকাল ১১টা ৪৪ মিনিটে চৌড়হাস মোড়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় রিনা তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে সাবধানে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ কোনও হর্ন দেয়া ছাড়াই চালক বাসটি চালিয়ে দিয়ে শিশু কোলে থাকা রিনাকে ধাক্কা দেয়। এতে মা ও শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে। চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।

পরে গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh