• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌন্দর্য হারাচ্ছে হিমছড়ি ঝর্ণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১৯:২৪

অযত্ন আর অবহেলায় জৌলুস হারাচ্ছে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের নিদর্শন কক্সবাজারের ‘হিমছড়ি ঝর্ণা পর্যটন স্পট’। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক। তবে কর্তৃপক্ষ বলছে, স্পটটি পুনরুদ্ধার করতে ইকো-ট্যুরিজম প্রকল্পের আওতায় ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কক্সবাজার শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটন স্পট হিমছড়ি ঝর্ণা। সমুদ্রের পাশ ঘেঁষে পাহাড়ের বুক চিড়ে মেরিন ড্রাইভ সড়ক ধরে যেতে হয় এই পর্যটন স্পটটিতে। মৌসুমে কক্সবাজারের অন্য পর্যটন স্পটগুলোর মতোই প্রকৃতির অপরূপ নিদর্শন হিমছড়ি ঝর্ণাতেও পর্যটকদের ভিড় লেগেই থাকে। বর্তমানে পর্যটন স্পটটি বেহাল। পাহাড়ে ফাটল আর নোংরা পরিবেশের কারণে হতাশ ও ক্ষুব্ধ পর্যটকরা।

মৌরীন নামের এক পর্যটক জানান, অনেক নোংরা আশেপাশে। সেইরকম কোনও পরিবেশ নেই।

আয়েশা নামের অপর এক পর্যটক জানান, ঝর্ণাটা আর আগের মতো ন্যাচারাল নেই। শুধু আমার কাছে নয় সবার কাছেই মনে হচ্ছে এটি আর্টিফিশিয়াল।