• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৮, ১৬:০৫

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দিনাজপুর জেলা কারাগারে দীর্ঘ ১৪ মাস কারাভোগ শেষে বিষু কর্মা (২৫) নামের এক ভারতীয় নাগরিককে ভারতের অভিবাসন ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।

হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সবুর জানান, ১৪ মাস আগে ঠাকুরগাঁও বালিয়া ডাংগি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় নাগরিক বিষু কর্মাকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেন।

পরে পুলিশ তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করলে, আদালত তাকে চার মাসের সাজা দেন। সাজার মেয়াদ শেষ হলেও কাগজপত্রের জটিলতায় দীর্ঘ ১৪ মাস ধরে কারাগারে আটক থাকার পর আজ তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি প্রদান করা হয়। পরে তাকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষু কর্মা ভারতের দার্জিলিং জেলার শিলুগুড়ি থানায় আমডাঙ্গী গ্রামের দিলুবিষু কর্মার ছেলে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh