• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৮, ১৪:৫৩

চট্টগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে নগরীর টাইগারপাস মোড়ে এ অভিযান শুরু হয়। অভিযানে বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মনজুরুল হক ও ম্যাজিস্ট্রেট জিয়াউল মীর নেতৃত্ব দিচ্ছেন।

বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মনজুরুল হক আরটিভি অনলাইনকে বলেন, প্রথম দিনের অভিযানে ফিটনেসবিহীন যানবাহন, রুট পারমিট না থাকা, লাইসেন্স না থাকা, ইনস্যুরেন্স না থাকা, কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিআরটিএ’র আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : দুই মাসেই পানির নিচে ৩৩ লাখ টাকার প্রকল্পের রাস্তা
-------------------------------------------------------