• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বড়াইগ্রামে ১২টি ঘর পুড়ে ছাই, ৩৫ লাখ টাকার মতো ক্ষতি

নাটোর প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৮, ১৩:২৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আগুনে পুড়ে একটি সেমিপাকা বসতবাড়ির ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার খোদ্দকাচুটিয়া গ্রামের নজের মৃধার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক নজের মৃধা আরটিভি অনলাইনকে বলেন, বিকেল পাঁচটার দিকে বাড়ির একটি বসতঘরে হঠাৎ আগুনের ধোয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের তিনটি টিভি, দুটি ফ্রিজ, নগদ অর্থ, গহনা ও মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন নজের মৃধা।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিউদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :