• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমানের দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৮, ১৮:১৪

বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার মধ্যরাতে স্ট্রোক জনিত কারণে নিজ বাসভবন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় তিনি মারা যান।

আজ বুধবার দুপুর ২ টায় পাটকেলঘাটা সোনামণি কিন্ডার গার্ডেন স্কুলে জানাযা নামাজ শেষে নিজ গ্রাম যুগিপুকুরিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : ১৫ দিনে পদ্মায় বিলীন শতাধিক স্থাপনা
-------------------------------------------------------

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৪ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

ড. এম মতিউর রহমান সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের হাতেম আলী পণ্ডিতের ছেলে। ৬ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ আনবিক শক্তি কমিশনে চাকরিতে যোগদান করেন। চাকরি কালে তিনি বিশ্বের ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি পাটকেলঘাটা সোনামণি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। এছাড়া তিনি ক্ষুদে বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ
X
Fresh