• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে পুলিশের নতুন টিম ‘সিআরটি’

সিলেট প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৮, ১৬:২৭

সিলেট নগরীতে এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

বুধবার সিলেট পুলিশ লাইন্সের শামসুল হক মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সিআরটি’র বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করে।

সিআরটি সিলেট ইউনিটের চৌকশ সদস্যরা তাদের মহড়ায় তুলে ধরেন কিভাবে জঙ্গি নির্মূলে কাজ করবেন, মাদক চোরাচালানিদের ধরবেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : নরসিংদীতে এনা পরিবহনের বাসচাপায় নিহত ২
-------------------------------------------------------

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন, সিআরটি’র দুই প্রশিক্ষকসহ এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোয়াতের আদলেই বিশেষায়িত এ টিম গড়ে তোলা হয়েছে। এই টিমের কাজ হলো জঙ্গি, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেপ্তারেও এ টিম কাজ করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সোয়াতের প্রশিক্ষকরা আমাদের টিমকে জর্ডানে প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে সিলেটেও যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের।

পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের ফলে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তাদের সক্ষমতা বেড়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh