• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাঠের ‘পবিত্রতা রক্ষায়’ খেলা বন্ধ

আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৮, ২২:১৪

বগুড়ার শেরপুরে মাঠের ‘পবিত্রতা’ রক্ষায় খেলাধুলা বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে৷ ব্যাহত হচ্ছে তরুণদের স্বাভাবিক বিকাশ। এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপিও দিয়েছে তরুণরা। তবে মাঠ উন্মুক্ত করা হয়নি।

জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ নিয়ে স্মারকলিপিও প্রদান করেছে স্থানীয় একটি ক্রীড়া সংগঠন।
-------------------------------------------------------
আরও পড়ুন: সন্ত্রাসীদের দেয়া আগুন ৯ দিন পরও কেড়ে নিলো মুক্তির প্রাণ
-------------------------------------------------------

স্মারকলিপি থেকে জানা গেছে, উপজেলার শহীদিয়া কামিল মাদরাসা মাঠে দীর্ঘ দিন যাবত খেলাধুলা করে আসছে সংগঠনটির সদস্যরা। গত ২৭ জুলাই তারিখ থেকে হঠাৎ করে মাঠে সকল প্রকার খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করে মাদরাসা কর্তৃপক্ষ। সংগঠনের সদস্যরা মাঠে খেলতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাদরাসার অধ্যক্ষ।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আরটিভি অনলাইনের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে।

তবে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, আমাদের কাছে মাঠ উন্মুক্তের দাবিতে একটি স্মারকলিপি এসেছে। বিষয়টি দেখতে উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
টিভিতে আজকের খেলা
X
Fresh