• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৮, ১১:৪৯

শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে আমিনুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে কুমিল্লা-বুড়িচং সড়কের সদর উপজেলার কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মহেষপুরে তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে যাত্রী আমিনুল ইসলাম তার স্ত্রী ইয়াসমিন বেগম, মেয়ে আফসানা এবং ছেলে ওয়াসি ইসলাম নাবিল গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি মারা যান। নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন ও কন্যা আফসানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ(মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম মঙ্গলবার ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সিএনজি চালক পালিয়ে গেছে। সিএনজি আটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
মার্চে সড়কে ঝরেছে ৫৫০ প্রাণ
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সৌদিতে বাংলাদেশি নিহত
X
Fresh