• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০১৮, ০৯:৪৪

নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মেহের আলী লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আজমল হোসেন জানান, র‌্যাবের একটি টহল দল সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার লালপুর থানার চামটিয়া এলাকায় টহল দেয়ার সময় একদল লোকের আনাগোনা দেখে সেদিকে অগ্রসর হলে তারা পালিয়ে যেতে থাকে। র‌্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মেহের আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকের মোট ১৪ টি মামলা রয়েছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh