• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে যুবলীগকর্মী দুই ভাই খুন

সীতাকুণ্ড প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০১৮, ০৮:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকায় প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন দুই সহোদর ভাই।

নিহতরা হলেন রমজান আলী (৩৫) ও সিজন আলী (২৫)। তারা আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের কর্মী। নিহতরা উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত নুরুল আবচারের ছেলে।

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভার পর মহাসড়কে প্রতিপক্ষের হামলায় নিহত হন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই শিলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল সোমবার বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভা শেষে রাতে ফেরার পথে বড়দারোগাহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেলে মোটরসাইকেল থামালে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। হামলার পর রাত সাড়ে আটটার সময় রমজান ও তার ছোট ভাই সিজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা রমজানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে নিহত রমজানের ভাই সিজনও মারা যান।

পুলিশ ফাঁড়ির এসআই শিবব্রত বড়ুয়া বলেন, একটি সভা শেষে মোটরসাইকেলে যাওয়ার সময় হামলার মুখে পড়েন রমজান ও সুজন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বলেন, প্রতিপক্ষ গ্রুপের লোকজন রমজানকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। তিনি আরও জানান, রমজানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
X
Fresh