• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সীমান্তের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি: মহাপরিচালক

রাজশাহী প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৮, ২০:০৬

সীমান্তের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর বিওপি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি আরও বলেন, বিএসএফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকায় সীমান্ত হত্যাকাণ্ড আগের তুলনায় কমেছে। চেষ্টা চলছে এই হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার।

সাফিনুল ইসলাম বলেন, সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম স্থাপনের কাজ চলছে। রাজশাহী সীমান্তে সড়ক, থার্মাল ও ভিডিও ক্যামেরা, রাডার ও সেন্সর সমন্বিত নেটওয়ার্ক স্থাপনে সম্ভাব্য স্থান যাচাই করা হচ্ছে।