• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ত্রিপুরাপাড়ার তিন শিশুকে বিআইটিআইডিতে স্থানান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৭ আগস্ট ২০১৮, ১২:৪০

চট্টগ্রামের হাটহাজারীর উদালিয়ার ত্রিপুরা পল্লীর রোগাক্রান্ত তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ১৯ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ উদ্দিন বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতেই তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাটের এই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ত্রিপুরাপল্লীতে ছয়মাস থেকে ১৫ বছরবয়সী শিশুদের তালিকা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেয়া হবে। এছাড়া তারা সকলেই টিকা নিয়েছে কি না তা দেখা হবে।

এদিকে ঘটনা তদন্তে ঢাকা থেকে দুটি পর্যবেক্ষক দল আজ সোমবার সকালে হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। সকালে তারা আক্রান্ত শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৮
X
Fresh