• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোগের জ্বালা সইতে না পেরে ২ বৃদ্ধের আত্মহত্যা

নওগাঁ সংবাদদাতা

  ২৬ আগস্ট ২০১৮, ১৫:৫৫

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে নওগাঁর আত্রাই উপজেলায় দুই বৃদ্ধ আত্মহত্যা করেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার বিভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত মঈন প্রামাণিকের ছেলে দুদু প্রামাণিক (৫৫)।

-------------------------------------------------------
আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধুর মৃত্যু
-------------------------------------------------------

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে পাঁচটার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। রাত আটটার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

রোববার মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
X
Fresh