• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৮, ১৫:২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধু মারা গেছেন। শনিবার দিনগত রাতে উপজেলার বিজয়ঘাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী আরটিভি অনলাইনকে জানান, শনিবার রাত নয়টার দিকে ফেরদৌস আলম তার বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে উপজেলার ইউসুফপুর গ্রামের বেয়াই বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : রোগের জ্বালা সইতে না পেরে ২ বৃদ্ধের আত্মহত্যা
-------------------------------------------------------

তাদের বহনকারী ভ্যানটি বিজয়ঘাট নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান।

গুরুতর আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh