• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পিরোজপুর প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৮, ১০:৩৫

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে উপজেলার পত্তাশা বটতলা এলাকার তিন রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫) ওরফে বুড়ো জাকির। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি আন্তঃজেলা ডাকাত দলের সরদার ছিলেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ
-------------------------------------------------------

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন বলেন, গেল শুক্রবার রাতে খুলনা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে গ্রেপ্তার করে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। তার দেয়া তথ্যানুযায়ী শনিবার রাত আড়াইটার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিন রাস্তা সংলগ্ন মোড়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এসময় জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পাল্টা গুলি চালায় গোয়েন্দা পুলিশ। তখন জাকির পালাতে গেলে গোয়েন্দা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি শেখ নাসিরউদ্দিন আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, একটি দেশি দাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh