• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

মোংলা প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০১৮, ১৯:০৯

বিষ দিয়ে মাছ শিকারের সময় সুন্দরবনের শ্যালা নদীর হরিণটানা থেকে তিন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার সকাল আটটার দিকে বিষ, মাছ ও জালসহ তাদের আটক করে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন- আলতাফ হোসেন (২৫), জামাল হাওলাদার (২৭) ও আলাউদ্দিন হাওলাদার (৩০)। তাদের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সকালে শ্যালা নদীর হরিণটানায় তিনজন জেলে বিষ দিয়ে মাছ ধরছিল। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত এক বোতল বিষ, ১০ কেজি মাছ, জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। আটকদের নামে মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
X
Fresh