• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দামুড়হুদায় চরমপন্থি নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০১৮, ১৮:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে এক চরমপন্থি নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল নয়টার দিকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চরমপন্থি নেতার নাম বারী হক। তিনি উপজেলার নতিপোতা গ্রামের মৃত পঁচু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ছালাভরা মাঠে কাজে যাচ্ছিলেন কৃষকরা। পথে হোগলডাঙ্গা গ্রামের নৈমুদ্দিনের বেগুনের ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহত ব্যক্তি বারী হক বলে শনাক্ত করেন তার ভাই জামসার আলী।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ সকাল আটটার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে হোগলডাঙ্গা গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত বারী হক চরমপন্থি রুহুল বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানাসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তাকে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh