• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পীরগঞ্জে পিকনিকের মিনিবাস উল্টে আহত অর্ধশতাধিক

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০১৮, ১৬:৫৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সিঙ্গারোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বরাত দিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জোবায়ের আরটিভি অনলাইনকে জানান, শনিবার সকালে উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরীতে পিকনিকে যাওয়ার উদ্দেশে ৫০-৬০ জনের একটি দল সুরুচি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস করে রওয়ানা দেয়।

বাসটি কিছুদূর যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় রাস্তার পাশে উল্টে পানিতে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ ৪০-৪২ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
X
Fresh