• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্রসৈকত

কক্সবাজার প্রতিনিধি

  ২৪ আগস্ট ২০১৮, ১৩:১৯

সাগরের নীল জলরাশিতে মেতেছে ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে আসা লাখো দেশি-বিদেশি দর্শনার্থীরা। কর্তৃপক্ষ বলছে, সমুদ্র স্নানে আসা পর্যটকদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

রমজানের ঈদের পর এবার কুরবানির ঈদে দেশি-বিদেশি লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। পরিবারের স্বজনদের নিয়ে বেড়াতে আসা এসব পর্যটকরা সমুদ্রসৈকত ছাড়াও ঘুরে দেখছেন মেরিন ড্রাইভ সড়ক, ইনানির পাথুরে সৈকত ও হিমছড়ির ঝর্ণাসহ পর্যটন স্পটগুলো।

সিলেট থেকে আসা রাব্বি নামের একজন জানান, ঈদের আনন্দ করতে কক্সবাজার এসে অনেক ভালো লাগছে। খুবই রোমাঞ্চকর জায়গা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : শেরপুরে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু
-------------------------------------------------------

সৈকতে আসা ফাতেমা নামের এক নারী পর্যটক জানান, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আরও অনেকবার এখানে এসেছি। মজা একবার পাইছি বলেই বারবার আসতেছি এই সমুদ্র সৈকতে। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।