• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

নওগাঁ সংবাদদাতা

  ২২ আগস্ট ২০১৮, ১১:৪১

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ট্রাকের চাপায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের খোর্দ্দনারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার মহাদেবপুর উপজেলার ঘাটনগর ঝাউপাড়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে সুমন সরদার (২৫), সুমনের স্ত্রী ইভা রহমান (২৫) ও সুমনের শাশুড়ি রুবিনা ইয়াসমিন পারুল (৪৮)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাজশাহীর আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল করে মহাদেবপুর উপজেলার ঘাটনগর ঝাউপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিল তারা। পথে ওই এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh