• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজাবাবু বিক্রি হলো ১৮ লাখ টাকায়

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২২ আগস্ট ২০১৮, ১০:৪৮

অবশেষে রাজাবাবু নামের সেই গরুটি সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুরহাটে রাজাবাবু বিক্রি হয়েছে বলে জানা গেছে। রাজাবাবুর ওজন ৫৫ মণ।

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান বলেন, সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে বলে ওই গরুর মালিক খাইরুল ইসলাম খান্নুর মেয়ে ইতি আক্তার মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন।

রাজাবাবুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু।

এবারের কুরবানির ঈদে তার গরুই দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া।

তিনি জানান, দুই বছর আগে সাভার উপজেলার বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে তিনি ১৮ মণ ওজনের এই গরুটি চার লাখ ৮০ হাজার টাকায় কেনেন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
X
Fresh