• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটু ধীর একটু গতি

অনলাইন ডেস্ক
  ২১ আগস্ট ২০১৮, ১৩:০২

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ঘটায় ও অতিরিক্ত গাড়ির চাপে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানবাহন চলছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো মানুষ।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িগুলো সরাতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। তবে গাড়ির তীব্র চাপ রয়েছে। যাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

এছাড়াও গত চব্বিশ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড বত্রিশ হাজার চারশ’ বত্রিশটি গাড়ি পার হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, ঈদের আগের দিন মহাসড়কে আজ প্রচুর যানবাহন রয়েছে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তবে মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছেন।