• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কয়েলের আগুনে পুড়ে ছাই পাঁচ পরিবারের ঈদআনন্দ

লালমনিরহাট প্রতিনিধি

  ২১ আগস্ট ২০১৮, ১০:২৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে তিন কৃষকের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিংগিমারী চরে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশী মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক জানান, সোমবার রাতে আনারুল ইসলাম গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সেই মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লেগে যায়।এতে দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে লেগে যায়। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই তিন কৃষকের পাঁচটি বাড়ি, প্রায় একশত মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাদের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।