• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২১ আগস্ট ২০১৮, ০৯:৫৮

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষের ভিড় বাড়ছে।

মঙ্গলবার সকালে পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন অপেক্ষায় থাকতে দেখা গেছে। একসঙ্গে অতিরিক্ত গাড়ির চাপ ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ক্রমেই লম্বা হচ্ছে অপেক্ষমাণ যানবাহনের সারি।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট বড় মিলে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস রয়েছে ১১০টি, ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যা দুই শতাধিক এবং গরুবাহী খালি ফেরত ট্রাকের সংখ্যাও শতাধিক। ঘাটে এসব যানবাহনগুলোকে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে ছোট গাড়িগুলোর অপেক্ষার সময় কখনও কখনও দুই ঘণ্টাও ছাড়িয়ে যাচ্ছে।

পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একদিকে নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে সময় লাগছে আগের চেয়ে বেশি। অপরদিকে আবার ভোর থেকেই নৌরুট পারের অপেক্ষায় আসা যানবাহনের চাপও রয়েছে। এতে করে ঘাট এলাকায় আসা যানবাহনগুলোকে লাইনে দাঁড়িয়ে বেশ কিছু সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

তিনি জানান, নৌরুটে ছোটবড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। দুপুর নাগাদ যানবাহনের চাপ কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি মালিকদের জন্য সুখবর
এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
নতুন গাড়ি কিনে আলোচনায় নীতা আম্বানি
বঙ্গবন্ধু সেতুতে একদিনে সাড়ে ৪৩ হাজার গাড়ি পার
X
Fresh