• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে রেকর্ড

টাঙ্গাইল প্রতিনিধি

  ২১ আগস্ট ২০১৮, ০৯:৪০

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ গেলো ২৪ ঘণ্টায় যানবাহন পারাপারের নতুন রেকর্ড করেছে।

বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার চারশ’ ৩২টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

এদিকে ছোট-বড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় প্রায় দুই কোটি ২৯ লাখ ৪৩ হাজার তিনশ’ ৯০ টাকার টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ হাজার পাঁচশ’ সাতটি যানবাহন পারাপার হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার চারশ’ ৩২টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। যা গত ঈদের থেকে এক হাজার নয়শ’ ২৫টি গাড়ি বেশি যানবাহন পারাপার হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।


আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
X
Fresh