• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কুরবানির গরু পেল হিজড়া সম্প্রদায়

জামালপুর প্রতিনিধি

  ২১ আগস্ট ২০১৮, ০৯:০১

জামালপুরের হিজড়া সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস করে কুরবানির জন্য লাখ টাকার গরু পেয়েছেন।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জামালপুরের জেলা প্রশাসক হিজড়া সম্প্রদায়ের কাছে গরুটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন জামালপুর সদরের হিজড়া পল্লীতে কুরবানির জন্য গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রীকে একটি মোবাইল এসএমএস পাঠান জামালপুরের হিজড়া সম্প্রদায়ের ময়ূরী। তিনি ঈদে সবাই মিলে কুরবানি দিতে প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চান।

আশরাফুল আলম বলেন, এসএমএস দেখার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কুরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

ময়ূরীকে ফোন করে একান্ত সচিব জানতে পারেন, তিনি জামালপুর সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব তখন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। আহমেদ কবির গিয়ে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা মূল্যের গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
X
Fresh