• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১১

নরসিংদী প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ২১:২৮

নরসিংদীর বেলাবোতে বাস-লেগুনা সংঘর্ষে ১১ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার দড়িয়াকান্দি এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাহমুদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভৈরব থেকে ঢাকাগামী ঢাকা বস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আহতদের জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সুনামগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার আবুল হোসেন (৩০), আবদুল মিয়া (২৪), মোবারক মিয়া (১৮), সুজন মিয়া (২২) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। নিহত সবাই লেগুনার আরোহী। ঈদ উপলক্ষে তারা বাড়ি যাচ্ছিল।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় জীবন্ত কৈ মাছ আটকে নরসিংদীতে প্রাণ গেল কৃষকের
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
নরসিংদীতে নিহত ৬ জনের বাড়িতে চলছে শোকের মাতম
X
Fresh