• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এএসআই পুলিশ সুপারকে বললেন- চাকরি থেকে (ইয়াবা) ব্যবসা অনেক ভালো

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১৭:৩৩

নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিন দীর্ঘদিন ধরে চাকরিতে যোগদান না করে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। জেলা পুলিশ সুপার বিষয়টি জানার পর তাকে চাকরিতে যোগদান করার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে এএসআই সালাউদ্দিন জবাব দেন চাকরি থেকে ব্যবসা অনেক ভালো।

গতকাল রোববার দিনগত রাতে পলাতক এই ইয়াবা ব্যবসায়ী এএসআইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি অত্যাধুনিক প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-১১ নগরীর আদমজীনগর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ।

তিনি জানান, রোববার দিনগত রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি সাদা প্রাইভেটকারসহ গোয়েন্দা পুলিশের পলাতক এএসআই সালাউদ্দিন ও তার চালক রনিকে গ্রেপ্তার করা হয়েছে।