• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরগতি

গাজীপুর প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১৩:৫৫

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেইসঙ্গে বাড়ছে যাত্রীর সংখ্যাও।

গাজীপুরের চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড়, চন্দ্রা মোড় এলাকায় গাড়িতে যাত্রীরা উঠা-নামা করার কারণে মোড়ে মোড়ে জ্যামের সৃষ্টি হয়েছে।

দুপুর ১২টার পর থেকে বড়বাড়ী, বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ মহাসড়ক অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি।

গাজীপুর পুলিশের এএসপি রাসেল আহমেদ আরটিভি অনলাইনকে জানান, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজটপ্রবণ এলাকা চন্দ্রা ত্রিমোড়, চৌরাস্তা মোড়, ভোগড়া মোড় দিয়ে গাড়ি থেমে থেমে চলছে। এসব পয়েন্টে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।