• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুর ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পৌর মেয়র গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ১৯:০৯

দুঃস্থ ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

পুলিশ জানায়, গরিব, দুস্থ ও অসহায় জনগণের জন্য সরকারের বরাদ্দ করা ৯২ দশমিক ৪২ মেট্রিকটন চাল দিনাজপুর পৌরসভাকে দেয়া হয়। জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও পৌরসভা থেকে ১৮ কেজি করে চাল দেয়া হয়। এই অভিযোগে শনিবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

পুলিশ আরও জানায়, মামলার পরিপ্রেক্ষিতে গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে শনিবার আটক করে পুলিশ। মামলার অপর আসামি পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে পৌর মেয়রকে দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করে তাকে পাঁচদিন রিমান্ডে নেয়ার অনুমতি চেয়ে আবেদন জানায় পুলিশ।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে মাদরাসাছাত্র গ্রেপ্তার
X
Fresh