• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অজানা কারণে দৌলতদিয়া ঘাটে বন্ধ সিসি ক্যামেরা, তৎপর অপরাধীরা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

  ১৯ আগস্ট ২০১৮, ১০:৫৪

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার বলা হয় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটকে।

দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী পদ্মা পাড়ি দেয়। লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিতে ঘাটে আসা এসব যাত্রীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।

ঘাটে সক্রিয় থাকা পকেটমার, ছিনতাইকারী, মলমপার্টি, দালালসহ বিভিন্ন ধরনের অপরাধীদের দৌরাত্ম্য কমাতে ২০১৬ সালে দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। তবে স্থাপনের পর থেকেই অপরাধীদের গলার কাটা হয়ে যাওয়া এসব ক্যামেরা বেশি দিন আলোর মুখ দেখতে পারেনি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে ঘাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের স্থাপিত সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অজানা কারণে বিকল রয়েছে। ক্যামেরাগুলো বিকল থাকায় ঘাট এলাকায় বিভিন্ন অপরাধী চক্রের দৌরাত্ম্য কয়েকগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।