• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৮, ০৯:১৭

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, চরমান্দালিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মিলি (৭), একই গ্রামের আসাদ মিয়ার তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে রিক্তা (১০) ও শিখা (৮)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে রিক্তা, শিখা ও মিলি বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যা হওয়ার পরও তারা বাড়ি না ফিরলে তাদের খুঁজতে বের হয় তাদের পরিবারের সদস্যরা। পরে রাতে উত্তর চরমান্দালিয়া গ্রামের আবুল কাশেমের পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

মনোহরদী রামপুর ফাঁড়ির ইনচার্জ এসআই তানবির বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh