• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মার রুদ্র রূপে ঈদ আনন্দ মাটি নড়িয়াবাসীর

শরীয়তপুর প্রতিনিধি

  ১৮ আগস্ট ২০১৮, ২১:৪৭

পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া-সুরেশ্বর সড়ক বিলীন হয়ে সড়ক যোগাযোগসহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া সুরেশ্বর ভায়া নড়িয়া-ঢাকা সড়কের প্রায় ১৫ কিলোমিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গেলো তিন দিনে প্রায় কয়েকশ পাকা ঘর-বাড়ি, মসজিদ-মাদরাসা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পদ্মা পারের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে নড়িয়া বাজার, নড়িয়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা খাদ্য গুদাম, উপজেলা পরিষদ, পৌর ভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। তাই সারা দেশে ঈদের আনন্দ থাকলেও ভাঙন কবলিতদের মধ্যে নেই উৎসবের আমেজ। তারা দিনরাত ঘরবাড়ি সরানোর কাজেই ব্যস্ত।

নড়িয়া বাঁশতলা এলাকার নজরুল ইসলাম শেখ ও আব্দুর রহিম সিকদার জানান, গত তিন দিনে নড়িয়া উপজেলার বাঁশতলা, শুভগ্রাম, মুলফৎগঞ্জ, সাধুর বাজার, ওয়াপদা চণ্ডিপুর, শেহের আলী, মাদবর কান্দি, ঈশ্বরকাঠি, পাঁচগাঁওসহ প্রায় চার কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক পাকা ঘর-বাড়ি, মসজিদ, মাদরাসা, বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।