• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অবৈধ জর্দা কারখানার কারণে স্বাস্থ্যঝুঁকিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মো. আবুল হোসেন সরদার, শরীয়তপুর

  ১৮ আগস্ট ২০১৮, ২০:১২

জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে ‘শরীয়তপুরী জর্দা’ নামে একটি কারখানা।

এ কারখানার পাশের দুটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা কারখানা বন্ধের দাবি জানিয়ে আসলেও রহস্যজনক কারণে তা বন্ধ হয়নি। সরকারি অনুমোদন ছাড়াই চলছে এ জর্দার কারখানা। তামাকজাত দ্রব্য বাজারে প্রকাশ্যে রোদে শুকানোর কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

তবে শরীয়তপুরে এ অবৈধ করখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বা মনিটরিং নেই বললেই চলে। এটা বন্ধের জন্য দাবি জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

কনেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রচণ্ড সরকার জানান, বাজারের উন্মুক্ত জায়গায় কনেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কনেশ্বর উচ্চ বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন যাবত স্থানীয় মো. কামাল আহম্মেদ নামে এক প্রভাবশালী ব্যক্তি মনিকা কেমিক্যাল কোম্পানির নামে ‘শরীয়তপুরী জর্দার’ কারখানা গড়ে তুলে অবৈধভাবে রমরমা ব্যবসা করে যাচ্ছেন। কোনও কাগজপত্র বা অনুমতি ছাড়াই ১০-১২ বছর যাবত এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।