• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেরি সংকট: পারের অপেক্ষায় কুরবানির পশুবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক যান

রাজবাড়ী প্রতিনিধি

  ১৮ আগস্ট ২০১৮, ১৩:১০

পদ্মা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকট থাকার কারণে দৌলতদিয়া ঘাটে কুরবানির পশুবাহী ট্রাকসহ পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার জুরে কুরবানির পশুবাহী ও পণ্যবাহী ট্রাকের সারি দেখা যায়। এছাড়া দৌলতদিয়া ট্রাক টার্মিনালে প্রায় দুই শতাধিক ট্রাক রয়েছে।

এদিকে সময়মতো ফেরি পার হতে না পেরে উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। এর মধ্যে রাজধানী ও চট্টগ্রামগামী অর্ধশতাধিক কুরবানির পশুবাহী ট্রাকও রয়েছে।

পশুবাহী ট্রাক চালকরা জানান, ঘাটে ১০/১২ ঘণ্টা করে ফেরির জন্য বসে থেকে পশু খাবার খরচ বেড়ে যাচ্ছে। এতে হাটে গিয়ে পশুর দাম বেড়ে যাবে।
-------------------------------------------------------
আরও পড়ুন : চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে, পারের অপেক্ষায় ৪শ’ যান
-------------------------------------------------------