• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্র্যাফিক সপ্তাহ পালন

চট্টগ্রাম নগরীতে যানবাহনের বিরুদ্ধে দশ দিনে ১২ হাজার মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৮, ১৫:৫৩

গেলো ৫ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দশ দিন ধরে পালিত হওয়া ট্র্যাফিক সপ্তাহে চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ হাজার সাতশ’ ১২ মামলা দেয়া হয়েছে। গাড়ি আটক করা হয়েছে নয়শ’ ৪৫টি। মামলাগুলোতে জরিমানা করা হয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা।

শেষ হয়ে যাওয়া ট্র্যাফিক সপ্তাহে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে।

গেলো পাঁচ আগস্ট থেকে সারাদেশে ট্র্যাফিক সপ্তাহ পালনের ঘোষণা দেয় পুলিশ। গত শনিবার ট্র্যাফিক সপ্তাহ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও তিনদিন বাড়িয়ে মঙ্গলবার (১৪ আগস্ট) শেষ হয়।
------------------------------------------------------------------
আরও পড়ুন : বাসচাপায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু, চালক আটক
------------------------------------------------------------------

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জানিয়েছেন, ট্রাফিক সপ্তাহে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মামলা হয়েছে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে। আশা করছি ট্র্যাফিক সপ্তাহের ইতিবাচক ফলাফল আমরা পাব।