• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যাপারী না থাকায় পশুর দাম কম কালীগঞ্জে

ঝিনাইদহ প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৮, ১৪:২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কুরবানির ঈদকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের গরু মোটাতাজাকরণের কাজ।

দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের কাজ চালিয়ে যাচ্ছে তারা। এখন খামারিরা প্রস্তুত ব্যাপারী ও বিভিন্ন বাজারে গরু বিক্রির জন্য। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও গো-খাদ্যের দাম বেশি ও গরুর দাম ঠিকমতো না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন খামারিরা। শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরুর আমদানি হবে এমন দুশ্চিন্তায়ও রয়েছেন তারা।

এদিকে গরু মোটাতাজাকরণের জন্য গমের ভূষি, খৈল, খড়, কাঁচা ঘাসসহ অন্যান্য খাবার খাওয়ানো হচ্ছে গরুকে। কেউ খড় কাটছেন কেউবা গরু পরিষ্কার করছেন পানি দিয়ে। এভাবেই দেশীয় পদ্ধতিতে চলছে ছোট-বড় ও মাঝারি আকারের খামারিদের গরু মোটাতাজাকরণের কাজ। সকলেরই লক্ষ্য কুরবানির ঈদে ভালো দামে গরু বিক্রি করে মিলবে বেশি টাকা।

কিন্তু গো-খাদ্যের দাম বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি। আর ঈদ ঘনিয়ে আসলেও খুব একটা দেখা মিলছে না ঢাকা, চট্টগ্রামসহ বাইরের গরুর ব্যাপারীর। স্থানীয় বাজারেও নেই তেমন গরুর দাম। অন্যদিকে শেষ মুহূর্তে বাজারে আসবে ভারতীয় গরু এমন শঙ্কায় রয়েছেন খামারিরা।