• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফুলপুরে শোক দিবস পালিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ আগস্ট ২০১৮, ২০:২২

নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী।

আজ বুধবার সকালে ফুলপুর পৌর শহর আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় অফিসের সামনে সমাবেশ ও গরীবদের মাঝে কাঙালিভোজের আয়োজন করা হয়।

এরপর নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে শোক মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্বদেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদ। মিছিলটি ফুলপুর আমুয়াকান্দা বাজার, হাসপাতাল রোড, থানা রোড হয়ে বাসস্ট্যান্ডে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে র‌্যারিস্টার আজাদ বলেন, ৭৫ এর খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে ধ্বংস করতে পারবে। কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে পিতার স্বপ্নের সোনার বাংলায় উন্নীত করছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ২০৪১ সালের আগেই আমাদের এই দেশ বিশ্বের একটি উন্নত ও মর্যাদাশীল দেশে উন্নীত হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় তালা ভেঙে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা
X
Fresh